মোটা মানুষের পুরুষ লিঙ্গ ছোট দেখায় ৩টি কারণেঃ
১। তলপেট বড়ঃ
মোট মানুষের তলপেটে চর্বি জমার কারণে বড় হয়ে যায়। ফলে লিঙ্গের চারপাশে চর্বির আস্তরণের ঢেকে যায়। যার কারণে লিঙ্গ ছোট দেখায়।
তাছাড়াও সহবারে সময় যখন মোট মানুষ কোমড় সঞ্চালন করে, তাহলে তার মেদ/পেট আগে সঙ্গীর দেহের সঙ্গে লেগে যায় ফলে স্বাভাবিকভাবে মোটা পুরুষের লিঙ্গ স্ত্রীর যোনীতে প্রবেশ করতে পারে না।
২। জিনগত সমস্যাঃ
জিনগত/বংশগত সমস্যার কারণে মানুষের পুরুষ লিঙ্গ ছোট হয়ে যায়।
৩। হস্তমৈথুনঃ
অতিরিক্ত হস্তমৈথুনের কারণে লিঙ্গের মধ্যে যথাযথভাবে রক্ত চলাচল করতে পারে না। যার প্রেক্ষিতে লিঙ্গের টিস্যুগুলো বর্ধিত হতে বাধ্যপ্রাপ্ত হয়।
ব্যপারটা হচ্ছে যতটা না ছোট হবার কথা তার চেয়ে ছোট দেখায়। পেটে বা তলপেটে চর্বির আস্তরণ বেশি পুরু হয়ে গেলে লিঙ্গের অংশ ভেতরের দিকে অনেকটাই ঢেকে যায়। ফলে যতটুকু আসলে হবার কথা তারচেয়ে ছোট দেখায়।


0 Comments