Header Ads Widget

কি কি ভুলের কারণে মানুষের লিঙ্গ কেন ছোট হয়?দেখুন বিস্তারিত

 


লিঙ্গ ছোট কিংবা বড় হয় বেশি কিছু কারণে। যেমন-

১। বংশগত কারণঃ

বংশগত কারণে লিঙ্গের আকারের তারতম্য ঘটে।

২্। হস্তমৈথুনঃ

হস্তমৈথুন যদি কিশোর বয়স অর্থ্যাৎ ১৩/১৪ বছর থেকেই কিংবা নবযৌবন থেকেই করা হয় প্রতিনিয়ত তাহলে লিঙ্গ ছোট হয়ে যায়। কেননা অতিরিক্ত হস্তমৈথুনের ফলে লিঙ্গের মধ্যে রক্ত চলাচল করতে ব্যাঘাত ঘটে এবং টিস্যুগুলো বেড়ে উঠতে পারে না।

৩। ভুল চিকিৎসাঃ

নবযৌবনকালে ছেলেদের সাধারণ যৌনাকাঙ্খা অতিরিক্ত বেশী হওয়ায়, সারাক্ষন যৌন চিন্তা, পর্ণ ভিডিও, নারীর সান্নিধ্য পাওয়া আকাঙ্কায় ছেলেদের লিঙ্গ দিয়ে এক ধরণের রস নির্গত হয়। যার ফলে গ্রাম্য চিকিৎসা, কবিরাজ, বাজারে হকারের কাছে থেকে ঔষুধ কিনে সেবনে শারীরিকভাবে সমস্যার সৃষ্টি হয়।

  • ছেলেদের কিছু কঠিন যৌন রোগ

তবে এইসব কারণ থাকলেও লিঙ্গ বড়, শক্ত ও মোট করা যায়ঃ

লিঙ্গ বড় ও মোটা করার উপায়ঃ

লিঙ্গ বড় ও মোটা করার জন্য বেশ কয়েকটি ব্যায়াম রয়েছে। তন্মধ্যে পরীক্ষিত কিছু ব্যায়াম যা আপনার লিঙ্গকে তুলনামূলকভাবে বড়, মোটা ও শক্তিশালী করে তুলবে। যেমন-

  • ম্যাসেজ ব্যায়াম পদ্ধতি।
  • পেনিস থেরাপী পদ্ধতি।
  • জেলকিং ব্যায়াম পদ্ধতি।
  • স্ট্রেটিং ব্যায়াম পদ্ধতি।

লিঙ্গ বেশ কয়েকটি কারণে ছোট হয়। তবে প্রায় ৮৫% যুবক লিঙ্গ ছোট হওয়ার জন্য জেনেটিক বা বংশগত কারন হিসেবে মনে করেন। তাছাড়াও বিভিন্ন নিম্ন বর্ণিত কারণে লিঙ্গ ছোট হয়ে যেতে পারেঃ

  • বংশগত কারণ।
  • হরমোন জনিত সমস্যা।
  • কিশোরকাল থেকেই হস্তমৈথুন।
  • সার্জারী।
  • যৌন রোগের ভুল চিকিৎসাও হতে পারে। যেমন ভুল ঔষুধ প্রয়োগে লিঙ্গের রগ চিকন হয়ে যাওয়া এবং লিঙ্গে রক্তচলাচল না করা।

লিঙ্গের স্বাভাবিক সাইজ কত হতে হবে?

বিশেষজ্ঞগণ মহিলাদের যৌনি এবং মিলনে সক্ষমতার উপর ভিত্তি করে লিঙ্গের স্বাভবিক সাইজ নির্ধারণ করেন যা, ছেলেদের প্রাপ্ত বয়সে উত্তেজিত অবস্থায় লিঙ্গের গড় দৈর্ঘ্য ৫.১ থেকে ৬.৩ ইঞ্চি লম্বার কথা জানাইলেও সোজাভাবে লিঙ্গের স্বভাবিক সাইজ ৪.৭ ইঞ্চি থেকে ৬.৩ ইঞ্চি। তবে সন্তান জন্মদানের জন্য সর্বনিম্ন ৩ ইঞ্চি স্বভাবিক সাইজ হিসেবে বিবেচিত। মিলনে ৩ ইঞ্চি পুরুষের লিঙ্গ দিয়েও মেয়েদের তৃপ্তি দেওয়া সম্ভব।


Psychology of Men and Masculinity এর তথ্য অনুসারে উত্তেজিত অবস্থায় ৬৮% পুরুষের লিঙ্গের সাইজ ৬.৭ থেকে ৬ ইঞ্চি লম্বা এবং ১৬% পুরুষের লিঙ্গ উত্তেজিত অবস্থায় এবং সোজা লিঙ্গের সাইজ ৬.১ ইঞ্চি থেকে ৬.৯ ইঞ্চি পযন্ত লম্বা। সোজা ও উত্তেজিত অবস্থায় ১৬% লিঙ্গের সাইজ ৪.৫ ইঞ্চির থেকেও ছোট এবং তাদের মধ্যে শুধুমাত্র ২.৫% পুরুষের লিঙ্গের সাইজ ৩.৭ ইঞ্চির নিচে। পুরুষাঙ্গের ৩ইঞ্চি সাইজ দিয়ে মেয়েদের দ্রুত তৃপ্তির জন্য বেশি বেশি ফোরপ্লে করতে হবে। লিঙ্গের সাইজ ৩ ইঞ্চির নিচে হলে অবশ্যই চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন।

Post a Comment

0 Comments